মোনালি রায় - মায়াজম

Breaking

২৪ জুন, ২০২৩

মোনালি রায়

         মধুমে(থ,মো)হ




ধু
রক্ত, প্লাজমায় সহজে গুলে যায় যত, তত সহজ জলকে চেনা যায় না।
মৌমাছিদের কাজের ধারা তোমার আমার খুলে রাখা হাতের পাতায় অনায়াসে বয়ে যেতে পারে, যখন তুমি সুযোগ দেবে.... মাথা ঘাসে, ওপরে খোলা আকাশ মশারির মতন নাকি আঁশের.... বিছানো।
হাওয়ায় রেনু নুন শব্দেরা একসাথে মিশে সাতরঙ সালাদ, সাত সুরে ব্যালে গাইতে নেমে আসবে বৃষ্টি....
তোমার আশেপাশে যারা ছিল, মাটি কোপানো শেখাচ্ছিল... কিভাবে কম্পোস্ট, কিভাবে মূর্তির মাটি কিভাবেই বা জীবন ভালোবাসায় টসটসে মউচাক হয়ে ওঠে... পাহারাদারিতে শ্বেত লোহিতের বিসংবাদ কতদূর...
এসব তত্ত্ব ফেলে চম্পট। সময় ধরে যাচ্ছে, গ্যাসের নব সিমারে রাখতে ভুলেছ। প্রিয়তম, তোমায় পিছনে ফেলে ওইইইই দৌড় দিচ্ছে... ! ভিড়ের দিকে.... টলে গেল।
তুমি মুখোশ কুড়িয়ে নিচ্ছ.... শব বাহকেরা গাড়ি সাজিয়ে এনেছে।
তোমার কন্যে, চেনা রাস্তায়। শাড়িতে পরিচিত মুখের আলপনা । চেনা ভীমরুল তখনও মধু খুঁজে বেড়াচ্ছে....
মেথ
ইচ্ছে করলেও কখনো কি তোমার বুকে মুখ গুঁজে কেঁদেছি? নাকি জানতে চেয়েছি, কত বালিঝড়, কত কাঁটা আমারও গাঁথা...কিভাবে গিলেছ! কতবার শরীর থেকে তারারা গিয়েছে খসে...
আবারও সিঁদুর মেঘ, প্রলয় নিয়ে এলে... মাস্তুল ঘিরে উল্কির দায় কাঁধে, ঠায় বসে থাকা।
শান্তি, মৃত্যুর মত। যুদ্ধে হারা নিশ্চুপ উপত্যকার মতো
অথচ, দুপুর'রোদ কতটা নরম হলে তুলতুলে কেটে ফেলতে পারে রান্নাঘরের সবথেকে ভোঁতা ছুরি... রামধনু'ডানার ব্যাকরণ' না মেনে কিভাবে ভেজা মলাট ছিঁড়ে লাফিয়ে নামে ইউনিকর্ণ, এক শিং হরিণের ডাকে...তুমি জানো
জলোচ্ছ্বাস একদিন সব খেয়ে নেবে। নদী ফুলে সমুদ্র - ক্রমে পাহাড় হবে... জন্ম মৃত্যুর উৎসব দুমড়ে মুচড়ে শেষ সরল। শেষ রেখা ।
আর, যে ঠোঁট থেকে সটান কূপে কূপে মশাল জ্বলেছিল... যে পেন্ডুলাম ঝুলিয়ে রেখেছিল বিষাদ, অনিশ্চিত ঈশানের দুপুর... সে গল্পও নিশ্চিত গড়িয়ে যাবে সময়ের অন্য পিঠে
মোহ
মাধবীলতা কি এখন ফোটে!
কেমন অসময়ে ফুটেছে দেখো!
গন্ধ নামছে ঢালু ছাদ
সিঁড়ির আলো ছূুঁয়ে ছুঁয়ে
মুক্তোমালা ছিঁড়ছে। বিন্দু বিন্দু সিন্ধু
আদর গড়িয়ে যাচ্ছে সীমান্তরেখা বেয়ে
কোলকুঁজো বসলে তুমি আসন ঘিরে
আস্ত মস্ত অশ্বত্থ পাতার সারি
আয়না চিনছে মায়ারাত, জল জঙ্গল, মাঠঘাট
অমরাবতীর চাবি আরাম'কেদারার
হাতলে দুলছে তোমারই তালে
তবু জন্ম জন্ম বৃথা যায়... দরজা
খোলার সময় আসে না ফিরে

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র