পিয়ালী বসু ঘোষ

মায়াজম
0

           মধুমাসে, পরবাসে




জও বাঘের বনে একা যেতে হয়
বিকেলের শীত জামা নেই
সহস্রবার শিশিরের কান্না মুছে যাবার ইশতেহার বেরিয়েছে ডেইলি নিউজে
তবুও সাহস করে সঙ্গীরা বাঘের বনে যেতে চায়না
কয়েক শতাব্দীর ঘুম জানলা কপাটে রেখে বুড়ো হয়ে আসে আমার প্রত্যাহার
পাঁজরে বিছিয়ে থাকা মধুর চাকে আচমকা ঝাঁপায় ডোরাকাটা ইচ্ছে
সঙ্গীরা জানেনা
মধুমাসে
বাঘের বনে একা যেতে হয়
সাক্ষী থাকেনা
তখন
বাঘের বনে একা যেতে হয়....

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)