নীলিমা দেব

মায়াজম
4

 

নৌকোনামা


খানেই ছায়ার দুর্বলতা --
অন্ধকার করা শব্দ যতক্ষণ কিশোর ততক্ষণ চাঁদ-চাঁদ
চৌরাশি ঘণ্টার রাত
বৈঠা থামাতে থামাতে নীলকুমার
জল বাজাও
পজ করো মন
নিচে নেমে যাক পারাপার
নৌকোই জানবে নৌকোর ছল--
পুরনো ছায়ায় রি-প্লে করি গোধূলি
রাস্তা এসে তুলে নেয় গায়
যে রাস্তায় আড়াল অব্ধি কিশোরী নীলে অপ্রস্তুত কুমার
নৌকো বাড়াও … …

একটি মন্তব্য পোস্ট করুন

4মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন