অনিকেশ দাশগুপ্ত - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

অনিকেশ দাশগুপ্ত



ঋষি-কাল

রোদেলা ফুটপাথ শোক প্রস্তাবে উঠে আসে
ভাগবত,ঘন ধূপ , তুলে আনে সে রণ ভঙ্গিমা
সেই হাওয়া পথচারী একা বিনিদ্র মাছির অগভীর নীল কুঁদে
গাছের সারির উত্তেজনায় বিদীর্ণ করে গুরু আকাশ
অন্তরস্থ জল-দাগ গত রাতের ছন্ন বিচালিতে ঝ’রে পড়ে
রক্তিম ফুলের মতো অদেখা সেই সভ্যতা, ঘেয়ো শিশুদল
প্রথম যান্ত্রিকতা তীরবেগে ছুটে যায় অসহ কুয়াশা চিরে
নিয়ত জটলা থেকে বের হয় ত্রস্ত ক্ষুর অতিশৈশবের
ধ্যান ধারণার বেঞ্চে ঘুমন্ত সংবাদপত্র অন্ধ ইহকাল
সুদূর সভ্য তরণি , সামুদ্রিক সাদা আলপথ ধ’রে
নীচু কেবিনের ধারে অতলান্তিক পাঞ্জায় ক্ষুৎকাতর
ঝরাপাতার রেখ অরক্ষণীয় দুয়ারে বিফল পীত বাঁধে
দরজা খুলে বিরল লিপির সান্দ্র-পথে সুদূরের ঘন্টাধ্বনি ভাসে ।

মর্গ নামতা ও মিথুন

মৃতের নাম আত্মস্থ ক’রে হেঁটে এলাম সারাটা রাস্তা
প্রতিবাদ-মুখর কলেজ গেটে ছুটিশেষ ভিড়ে মিশে যেতে
পথ্যের আকাশ মিছিলের আঁকিবুঁকিতে ভরে উঠছিল
ঘড়িতে রোদেলা ঝাঁপ , সাড়ে চারটের ধ্বস্ত থিয়েটারের মুখে
বদ্ধ কেবিনে ক্যারামেল কান্নার স্তব
কিশোরী বিন্যাস ক্রমে হারিয়ে ফেলে আত্মস্থ নাম আওড়ায় ,
ঝলমল ব্লিচিং মর্গের অ্যাসিড-দাগ ঠেলে
প্রজা-কুঠুরির রুদ্ধশ্বাস অভিনিবেশ তখন
দীর্ঘ বমন শেষে উড়ন্ত সাদা বকের মৃত্যুর মতো
টেনে নিচ্ছে আমর্ম ঝর্ণা,প্রেমিকার তরল জিভ জাপটে
মাইকের স্লোগান, অনিচ্ছার দুধ গড়িয়ে যাচ্ছে নাগাল ছাড়িয়ে ।


শূন্যগর্ভ

মর্মার্থ জেনে যাওয়া মেয়েরা আমার সাথে
ভাগ ক’রে নেয় ঘেসো প্রবৃত্তির মতো করতলগত জীবন-বোধ
কালো ফার্নেস থেকে তেজোদ্দীপ্ত দৃষ্টি ফেটে পড়ে তাদের
নীচু স্বরের তুচ্ছতার সঙ্গে ঈশ্বরের বাগদান ,
কালচে নীল রং ফিঙেদের গান
জ্বলন্ত দুপুরে ভস্ম-ঘ্রাণ বাতাসময়
সবুজ ক্ষেতের সমান্তরালে শান্ত শৃঙ্খলিত মধ্যাহ্ন আসরে
সাদা কাপড়ে মোড়া ধ্রুপদ পাহাড়ের দিক জ্বলে ওঠে
জোড়াতালি দেওয়া পোষ্টকার্ডের ঝলমলে বিশৃঙ্খলা হাতে
অনিঃশেষ সাইকেলের শূন্যগর্ভতা পাড়ি দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র