আলো বসু - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

আলো বসু




 ভালোবাসা


বুকে জমে আছে ভালোবাসা ,কাকে দেবো?
পাশের বাড়ির মেয়েটি গলির কুকুরগুলোকে নিত্যসেবা দেয়,শীতে কম্বল , গরমে স্নান, রোগে ডাক্তার ওষুধ
ভালোবাসা পেলে খেঁকি কুত্তাও সভ্য,সংযত, পড়ে থাকে ভালোবাসার দেয়াল ঘেঁষে ,
যেতে আসত আদর করে দেবো যতদিন না ওরা আমাকে কামড়াবে,
কার ভেতরের ঘুমন্ত জন্তু কখন কী কারণে জেগে ওঠে কে বলতে পারে?
এই তো সেদিন উলটো দিকের বাড়ির ছেলেটির আদরের মেনিকে ওদের একজন ঘাড় মটকে মেরে ফেলল,
সেই থেকে ছেলেটি ওদের দেখলেই তেড়ে যায়, যাবেই তো!
বাজার থেকে মুরগি কিনে ফেরার পথে আমি সেই হত্যা দৃশ্য দেখেছি আর ভেবেছি...
হাস মুরগি আরশোলা টিকটিকি সাপ ব্যাঙ অক্লেশে খায় মানুষও
কে কখন কাকে কেন মায়ায় জড়ায় আর কাকে ভেজে খায় কেউ জানি!
ঘরে ঠাঁই পাওয়া পথের কুকুরও একদিন ভালোবাসা তুচ্ছ করে কোথায় হারিয়ে যায়, আর পাত্তা পাওয়া যায় না
একঘেয়ে জীবনে ওদেরও কি অরুচি ধরে? মুখ বদলাতে চায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র