বিশ্বজিৎ দেব - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

বিশ্বজিৎ দেব

 




প্রবাদ

...................................

তোমাকে কি ফিরে পাবে মানতের ফুল
ভ্রম ও সর্পে জড়ানো বর্ষাকাল
আমাদের জলের অসুখ!
এসব গ্রামীন প্রবাদ, সাপিনীরা
ভোলে না আজব কুয়োতলা
লুকোনো ডিমের খোল!
দুপুরের ঘুঘু



....................................

শুন্যতা গুছিয়ে বসেছে পেয়াঁজের খোসা
অনন্ত ঝাঁঝের ভেতর
শুয়ে আছে নিমিলিত ছুরি
খোসার শুন্যতাগুলিও তদ্রুপ
ভাবলেশহীন..গায়ে মাখা
ঝাঁঝের অরূপ
গুমোট আমিষে ঠাসা এসবের একান্ত হেসেল
বাতাসে গানের ফাটলে এসে
আটকে আছে দুপুরের ঘুঘু
অক্টোবরের কবিতা
.......................................




গভীর নিম্নচাপ থেকে উঠে এসে ফের ক্রমশ হাল্কা হয়ে যাওয়া বাতাসের বেগ, তোমারও কি এই থেকে শুরু
মেঠোপথগুলিও যেন আজ
নতুন করে 'তরুন অপেরা'
মলাটের নীচে ঢুকে পড়া কাশফুল
তোমারও কি এ নিয়েই টানা মরশুম
বিষন্ন গুনিতক,ক্ষনিক গজিয়ে ওঠা
আমিও হাল্কা মেঘ, অবুঝ বাজনার রোল
আমিও অঙ্কফেল, দলছুট চাকাদের ইঞ্জিন
আমিও কথ্যভাষা, ফুপিয়ে ফুপিয়ে ওঠা
গানের কেবিন!
দেবী পুকুরের জল
.......................................



জলের ধর্মের মত তুমি
আর ফিরে আসোনি কোনদিন
শুকনো নদীর পাশে মুখ ফেরানো শহর
অস্পষ্ট দেয়ালিকা, ঝুরোবালি, একপাশে শুল্কের ঘর
মুখ বুঁজে উড়ে এসে বসেছে পাতাটি
যেন বিলুপ্ত ভাষার চিঠি, খানিকটা
এগিয়ে গেলে ছায়ার গম্বুজ, যেনো
চির অপরাধবোধ, প্রচ্ছন্ন ঘুমের কলোনি
জ্যোৎসনায় ভেঙে পড়ছে গাজির খিলান
অসর্তক সুরকির ঘোর, কেউ কি বলেছে তাকে
রাজার শোনিত!
জলের ধর্মের মত তুমি
এসব মনেও রাখোনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র