হোম কবিতা কচি রেজা কচি রেজা personমায়াজম মার্চ ১৫, ২০১৫ 1 share অন্ধকারের নুন লোধ্ররেনু , তুমি আজ এত মেখেছ ! বসন্ত নিয়ে আমি কোনওদিন লিখিনি । যেন এক দুঃসময়ে্র পৃষ্ঠা হঠাত উড়ে আসে কালান্তর থেকে । অপরিমেয় চুলে ঢেকে যায় মুখ। আমি হারাতে হারাতেই বলি , ফুটেছ কেন যে --- আমার ছিলনা রক্তপ্রীতি , তুমি পদ্ম বেছে নিলে । কেটে গেছি ডানায়। কাল তোমার ভালোলেগেছিল অন্ধকারের নুন । Tags কবিতা Facebook Twitter Whatsapp নবীনতর পূর্বতন
বাহ' বেশ দারুন,,,অনুভুতি
উত্তরমুছুন