মৌলিনাথ বিশ্বাস - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

মৌলিনাথ বিশ্বাস



বেজে ওঠো পাতা




বেশরম! সেদিনের ছেলে মারব আনন্দ-চড়
নীচে নেমে আয় দেখি পাঁচিলে বিশুদ্ধ আঁকিবুঁকি
আয় দেখি নীচে নেমে বৃন্দাবনে বাজাবি মুরলি
সহ্যের সীমা না জেনে কাদা মাঠে খেলতে নামলি !
হয় বুঝি কলিকালে এইসব আগাপাশতলা
কলম চালনা? তবে তাই হোক! বিলা ও বিলোল
লা জবাব এবার বসন্ত দ্বারে বেজে ওঠো পাতা

লা লা লা লা সিঁড়ি দিয়ে নামে যাচ্ছে জিন্স ও পাঞ্জাবি
কলম পকেটে পুরানো কাগজ কিছু ভাঁজ করা
হলুদ ভঙ্গুর যেন ভূর্জপত্র বলে ভ্রম হয়
সবুজ রহস্যে মোড়া ছিল এতকাল পণবন্দী
আনন্দ কে চায় এই তিলমাত্র পৃথিবী পার্লারে
নীবি সামলিয়ে লাগা চুনরি মে দাগ হে রাধিকা
বেনিয়মে বেজে ওঠো মধ্য দিনে গান গায় পাখি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র