শাশ্বতী সান্যাল

মায়াজম
0


ক্যানভাস



ফাঁকা ক্যানভাস থেকে উঠে আসে এই ঋতুকাল
প্যালেটে বদলে নেয় আলো আর প্রিয় অক্ষর,
চাঁদের বাটিতে জমে হলুদ রঙের ঘন সর।
প্যাস্টেল শেড থেকে ঝরে যাওয়া গুঁড়ো গুঁড়ো মুখে
মাঝবয়সের রং লেগে আছে,আহত আবিরে
যাপনের বহমান ইতিহাস- পাঠ ক’রো ধীরে!
এ হাতে চাপাতি নামে,ওই হাতে ওঠে পিচকারি
কোথাও গোলাপি আলো উল্লাসে,কারো মুখ নীল
বোবা শহরের পথে হেঁটে গেলে রঙিন মিছিল
মরা চাঁদ ফুটপাতে ঘাড় গুঁজে একা পড়ে থাকে
তার ফেরা নেই, শুধু রক্তের ধারাবিবরণ
যারা ঘরে ফেরে তারা ভুলে গেছে মৃত্যুর রং...










একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)