জয়া চৌধুরী - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

জয়া চৌধুরী



রঙ খেলা



এই একটা কালার বক্স আর তুলি টুলি নিয়ে
রঙের খেলা খেলতে শুরু করেছি সেই কবে থেকে
আম আঁকার জন্য প্যাঁচ কসিয়ে বাংলা পাঁচের মত আর
কিছুতেই করা গেল না
হতাশ হয়ে
বটগাছ বা পাহাড় নদী কুঁড়েঘর আঁকায় মকশো করতে লাগলাম
কে জানত পাহাড়ের ধারে অমন বাংলার ছাওয়া দাওয়ার কুঁড়ে মানায় না!
শরণ্যকে ধরেছিলাম একটা হাইল্যান্ড পার্কে
কুঁড়ে না হোক সুয়োরানীর অ্যাপার্টমেন্ট ই সই
ব্যাটা রাত জেগে আর পার্টিতে হুইস্কির লাল বিলাসে
এক্কেবারে গেঁজিয়ে হেজিয়ে ছিটকে গেল।
হায়দ্রাবাদী গোলাপি পার্লের সেটটা খুলে রাখতে গিয়ে সেদিন দেখি
গলার কাছটা নীল রঙ হয়ে গেছে
চুপি চুপি শিবের উপোস করলে যে নীলকন্ঠ হয়ে যায় মানুষ কে জানত!
ছেলেটা বুড়ি মাকে খুব একটা টলারেট করতে পারে না
আফটার অল মায়েরা আরও সফট হয়!
তে এঁটে আঁচিলটা খুঁটে ফেলা যে এত কঠিন...
চুপচাপ নিয়ে বসলাম নতুন কেনা জিরো মার্কা তুলি নিয়ে।
ভাবছি এবার অ্যাক্রিলিকে রঙ করব
একটা নীল নীল সমুদ্র ছবি
ভালো হবে না?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র