রাহুল ঘোষ - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

রাহুল ঘোষ





হননের রং



এই বসন্ত জানে আগামী বসন্তের নিহত রূপকথা
চোখের দূরত্বে জেগে আছে যে-রং, তার সকল বৈভব
তাদের গভীরেই লুকিয়েছে পরাজয়ের সজল আখ্যান।

রক্তলাল আবিরের গাঢ় অনুরাগ আজ ছেড়ে গেছে পথ
অকুণ্ঠ বেদনায় ম্লান হয়ে আছে একদা উজ্জ্বল হলুদ
নিভৃতি খুঁজে নিতে চেয়ে আছে কাজলকালো অচিন ইশারায়।

প্রকৃতিও নিতান্ত বেইমান, অলজ্জ ওড়নায় সাজিয়েছে হননকাল
বনের গহন সবুজ আর বিষাদনীল সান্ধ্য আকাশের মতো
ব্যথার গোপনে চিনিয়েছে তারাদের দিন আর রাত।

আগামী বসন্তেও ঠিক এভাবেই পড়ে থাকবে বিবর্ণ পলাশ।

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র