সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়



রঙ বিষয়ক 



ভায়োলেট ভাইব্রেট করে তোমার দিকে। আমি বিনায়ক হয়ে আছি। জানি অপার আদায় ছুটে আসছে। এখানে সাদা ও কালোর দলে আমি ও তুমির দ্বন্দ্ব। আ আর তু বাদ দিই। মি। আদায় মিলে যায়। দ্বৈত থেকে পর্দা। পর্দায় পর্দায় --
আত্মহত্যা বিষয়ে এখনি কিছু বলবোনা। উহা গবেষণাযোগ্য। ট্রাম একটি অতিধীর যান। মেট্রো রেলের রেক। আশি নব্বইয়ে ফলিডল। চাষ থেকে শ্বাস। গ্যামন ব্রিজ থেকে রেলের টিকির তারে উড়িয়ে দিচ্ছি সমুচিত পেচ্ছাপ - কে জানতো মৃত্যু অ্যাতো আশ্লেষী - টনটন - বসন্ত !
বৃষ্টি হয়েছে। অনেকটা সাফ নীল। পাতাহীন পলাশগাছটিই একটি ফুল। তার পাশ দিয়ে হেঁটে যাওয়া যায়।
চোখ সাঁতরে বেড়াচ্ছে পর্দায় পর্দায়। কেউ পোশাক নিয়ে মনযোগী। দাগ দিতে দিতে অবস্থান পাল্টায়। অবস্থান পালটানোকে ডাকনাম দেওয়া হয় - গতি। গতির মোচদাড়ি গজালে হয় পৌঁছোনো। মোচদাড়ি পাকলে হয় মৃত্যু।
তাহলে কালো থেকে সাদায় পৌঁছনোকে মৃত্যু বলতে পারি। এখান থেকে গাথা শুরু হয়। ছিটকে ছিটকে পড়ে সম্পূর্ণ জ্যামিতিক ছোপ আর ছাপ। বিচিত্র নামক ধারণাটি গর্ভ ধারণ করে‚ মোচন করে --
অন্যমনস্কতা জানিয়ে রাখে‚ বেঁচে থাকার রঙ ছিলো খুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র