তীর্থংকর মৈত্র - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

তীর্থংকর মৈত্র



এ বসন্তে




হঠাৎ বসন্ত এসে শরীরের সিঁড়িগুলি ঝেড়ে মুছে দেয়...
ভাবি এবার বসন্ত হয়তো তার কোমল পায়ের স্পর্শগুলি
উঠে আসবে...রক্তের স্রোতে পড়বে তার চুলের ফুলে ওঠা চঞ্চল ছায়া-
দূরে পলাশ ঝরে-চোখের সাদা দেওয়ালে তার রঙ
দুপুরের নিস্তব্ধতায় মিশে পাখি হয়ে উড়ে যায়-
কোথায় যায়?আমার শরীরের সিঁড়িতে তার নিরুদ্দেশের
কষ্ট খসে পড়ে।পিয়োনের চিঠি ফেলবার মতো
নিশ্চুপ এক কর্মব্যস্ততায় উন্মুখ হয়ে থাকে আমার মাংসের প্রতিটি টুকরো -
তবু সাড়াহীন এমন এক বেদনার অলিগলিতে আবীর ছড়িয়ে দেয় কারা!
তুমি,হে আমার জন্ম জন্মান্তরের নি:সঙ্গতা,এ বসন্ত অন্তত
তোমার মনোকষ্টের দিনগুলির স্বাদ তরুন কবির কবিতায় পাঠাও-









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র