শর্মিষ্ঠা ঘোষ - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

শর্মিষ্ঠা ঘোষ



ফাগুয়া 


ট্রাফিক আইল্যান্ডে দাঁড়িয়ে আছে দুপুর । হাতে তার লাল গোলাপি হলুদ সবুজ , মুখে রঙ্গিলা সুখের অসভ্য গোপন ভেদী সাত আভা , লিপসটিক প্রিন্ট জামা , কোরক ভাঙ্গা মৌ টুস টুস প্রেম চুইয়ে আছে বুক পকেটে , বাটনে ব্যাটন তোলা ক্রিমসন অপেক্ষার কর গোণা ন্যানো সেকেন্ড মিনিট টিক টক ... ঠিক অন্য প্রেক্ষাপটে রাত্রি তখন একটা একটা করে স্টপেজ গুনছে … রাস্তা বড় বেইমান । দুপুর রাত্রি একসাথে হাঁটলেই পায়ে পায়ে পুষি হয়ে যায় , ক্যাপচার করে নিখুঁত অন্তরঙ্গ আন্তরিক ... ওদের মাথার ওপর বাসন্তী ঘুর ঘুর প্রজাপতির ... টুপটাপ পলাশ কুড়িয়ে দুপুরের পকেটে গুঁজে দ্যায় রাত্রি ... আর লাল ধুলো ওড়ে ওদের সাতপাকে , কাঠ বাদামের ঝরা পতাকা শুভদৃষ্টিতে মুখোমুখি হয় , আর খোয়াই থেকে হু হু করা শিরশির ছুঁয়ে আসে রবি ঠাকুরের মৃদু হাসির আশীর্বচন... চার চোখ চার হাত দুটো অবয়ব আবছা খোঁজে , দুপুর মিলিয়ে যায় রাত্রির আদুর বুকের আদরে ... কে যেন বিষণ্ণ বড়ে গোলাম শোনে একলা বারান্দায় ... পিকচার পোষ্টকার্ড কটেজের হাতায় পিঙ্ক শাওয়ারের ঝোপে একলা মৌটুসি উড়ে উড়ে ঠোঁট খোঁজে আর এক পাগলা দিবানার ...

বসন্ত এসে গ্যাছে ? ভাবতেই দুষ্টু দামাল লু এর ফুঁ ফরফরিয়ে উল্টে দিল কয়েকপাতা প্রাগৈতিহাসিক দিনলিপি ... হলুদ সাক্ষীগোপাল পাতার ভাঁজে বেগুনি পেটালের শুকনো কসমস কব্বেকার কসমিক প্রেমের সাক্ষী দিচ্ছে যেন ...আট পাপড়ির লজ্জাবিধুর গালে আট অক্ষরের চিরন্তনী , অষ্টাঙ্গিক বর্তনে আটবার টুইস্ট নেওয়া অষ্টমার্গী আট ভুতের আটপৌরে বাঁচন ... প্যানডোরার বাক্স খুলে রাত্রি তখন সিনেম্যাটিক দোপাট্টা ওড়াচ্ছে , ল্যামিনেশানে ঝলমলিয়ে হাসছে সেই দোপাট্টা গলায় জড়ানো ইনফ্যাচুয়েশান , বোটানিক্সে জীবন্ত জীবাশ্মের পাতা লাফিয়ে পেড়ে আনছে নিকটতম প্রতিদ্বন্দ্বী , হারবেরিয়াম শিটে আটকে যাচ্ছে দৃশ্যেতর পূর্বরাগের অ্যাডেসিভ ... লো প্রোফাইল হানিমুন কার পাক খেতে খেতে রোম্যানটিসিজম ছুঁচ্ছে , এক্সট্রা ডটেট রাত টইটম্বুর ভাসছে রেড ওয়াইনের গ্লাসে ... টাল খেতে খেতে ব্লার হয়ে যাচ্ছে দূরের জানালায় খুল্লমখুল্লা চুমু ... শীত বিকেল ফেটে রজঃস্রাব গড়িয়ে নামছে যুবতি শিমুলের ... ফাল্গুন খুঁজে বেড়াচ্ছে ধনুর্ধারী মদন ...
মেট্রোপলিসের গায়ে ফ্লোরাল প্রিন্টের কবিতা লিখে চলেছে দুপুর ... পিচ থেকে অ্যাসফলটে বিম্বিত হচ্ছে উদাসী ... রাত্রির ঠোঁট ছুঁয়ে দুপুরের খাঁ খাঁ ঘন একালাগায় প্রথম কোকিল ডেকে উঠছে ঊরু মধ্যবর্তী ... দাও তবে তন্বী পাস ওয়ার্ড ... এলো রে এলো রে এলো ফাগুয়া আমার ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র