হীরক মুখোপাধ্যায়

মায়াজম
0
"শিরোনামহীন"

                             




মানুষ যেভাবে একদিন হঠাৎ ভিড় থেকে
পালিয়ে যেতে চায়
যেন সেভাবেই দিল্লীরোড থেকে মেঠোপথ
বেঁকে গেছে ধানক্ষেতের দিকে,
ভোরাই ছড়ানো ধানক্ষেত- ভালো লাগছে
ভালো লাগছে নিরবিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতা আর


যাবতীয় নৈসর্গিক ছাপিয়ে পূর্বাকাশে তখন
রক্ত সত্যি হয়ে উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)