অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

অনুপম দাশশর্মা

প্রতিষেধক নিষ্প্রয়োজন... 





কতটা সুন্দর হলে বিষাদের চরণ আবার বদলে দেবে চাইবার গড়ন...জানা নেই
তবু তোমায় উচ্চারণ করি বারংবার..
তুমি সহজপাঠে মগ্ন হয়ে পড়ো
স্বাভাবিক
যতটা দেবার ছিল, অথবা নেবার কিংবা দু'জনের রাজ্য সিংহভাগ
সে সব ধূলো ভ'রা আদিখ্যেতাই ভেবে
বেশতো মিছিলে জড়িয়ে পড়ো..
উঁহু বলার কিই বা আছে...
ঠিকই করো
কখনও গন্ডী দাগ মুছতে নেই, মুছব নাই যদি ভাষা কি পাই
বোধের ভাষায় কিছু কী আশায় প্রতিদিন কোন এক সাধনায় বসা
ঢেলেছ জল মাপেই, ব্যর্থতায় সফল
প্রত্যাশা

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র