তপন বন্দ্যোপাধ্যায়

মায়াজম
0
রকবাজির বাজিগর                                                             

সকাল থেকেই রোয়াক খোলা
জুটছে সবাই জুটছে
সামনে রাখা তপ্ত কড়াই
 বাক্যিখই  ফুটছে

কারও চুলের ঘুল্লি ওড়ে
চাউনি কারও বাঁকা
কেউ চশমা নামিয়ে নাকে
কারও বা পকেট ফাঁকা

তা হোক তবু মাতব্বরি
কিসিসে নেহি কম
টপিক জোগায় অন্তর্যামী
 বাক্যি জোগায় যম

এক হাতে তার মরছে রাজা
অন্য হাতে উজির
ভূ- ভারতে আর  মিলবে  না তো 
এমন কোনও  নজির

বুকনিগুলো কখনও ছোটে
রাজনীতির প্যাঁচে
পরমুহূর্তে জাতীয় নীতির
সমুদ্দরও ছ্যাঁচে

ইরাক নিয়ে খুব ফুটানি
বারাক ওবামার
পড়ছে মনে ভিয়েতনাম
নাকের উপর ঝামা !

কেউ বলছে সংবিধানে
কোনটা কোনটা ভুল
চলল শতেক বারফাট্টাই
গুলতানি ইস্কুল

উড়ছে কথার ফুলঝুরিরা
বুকনি তো নত , তীর
মুখেন মারিতং জগৎ
কলার-তোলা বীর

সূর্য ছিল পূর্বদিকে
মধ্যাকাশে এল
স্মরণ হল ঘরের কথা
খিদেও একটু পেল

খাওয়া চাই টাইম-টাইম
নইলে ফুরোয় দম
ইঞ্জিনে তেল না ভরলে তো
বুকনি হবে কম

একটু বিকেল যেই না হল
আবার জুটল সব
যে যার পজিশনে বসে
আবার কলরব

অষ্টপ্রহর অনর্গল
অবিশ্রান্ত ফুট
ঘনা- টেনির কী কম্বিনেশন
বছরভর অটুট

চলল গভীর রাত্রি তক
আবার নড়ে টনক
খুলবে না আর দরজাটা
যতোই কর নক




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)