মৃণালকান্তি দাশ - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

মৃণালকান্তি দাশ


ব্যূহ






স্বরবর্ণের কাছে রেখে এসেছি
আমার বাল্যকাল ,
ব্যঞ্জনবর্ণ আমাকে শিখিয়েছে
স্বপ্নহীন রাত্রি-উপাখ্যান ,
পিপীলিকা বানানের
ঘনঘোর অন্ধকারে
আমার নিঃশর্ত সমর্পণের কথা
কোনদিন কাউকে বলিনি ।

প্রথমভাগের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে
এখন দেখছি ,
প্রান্তরে শত্রুর দীর্ঘদেহী ছায়া ।

অস্ত্রশিক্ষার জন্য বেঁচে আছে
যে মুহূর্ত -সময় ,
তার পায়ের কাছে উপহার
দিতে এসেছি
আমার হাতের আঙুল ।
জানি না , ব্যূহ থেকে কোনদিন
বেরোতে পারব কিনা !

প্রবেশ নয় , প্রস্থানটাই
বেশি উজ্জ্বল হওয়া জরুরি ।

৩টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র