সুজন ভট্টাচার্য

মায়াজম
0
আমিই শ্লোগান
কেমনে দিয়েছ ছুঁয়ে
          ইশারার জাদু

স্বাদু
গরম বাষ্পের ভাঁজে
উষ্ণতর কোল

অনবদ্য হে ,
আমি শুধু তোমাকেই দেখি -
শোভনে লালিত লাজ
             তরঙ্গের মতো

হৃদি নয়
মগজের উর্বর ক্ষোভে
বিনাবীজ উপ্ত করো
            মানবের পল্বলভূমি

কুয়াশা সরিয়ে দিলে
      প্রবেশ্য দ্বার ,জানো;
আমাদেরও পাঠ্য ছিল -
স্কুলের বারান্দা ছেড়ে

         আরো কিছু গেলে
সময় বাকল ছাড়ে
            নিজস্ব নিয়মে

যেহেতু তুমিই পারো
সযত্নে টেনে রাখো বর্তুল রেখা
নারীর স্তনের মতো
               সুকুমারী কিছু
অথবা রহস্যঘণ
বিধাতার জানিত দুর্জ্ঞেয়তা যত

অনবদ্য হে ,
তোমার চান্দ্রবটে
              অনাহুত নাইবা গেলাম ,
যা কিছু লিখে গেছ নিষিদ্ধ করে
তাদের সম্মান দেব -
                প্রণতির মতো
তাদের পায়ের কাছে রেখে যাব
সমুদ্র-বিলাস

ক্রমশ বিরক্ত হও জানি,
তবু বলি
          কিঞ্চিৎ তিতিক্ষা রাখো;
সকলেই আর্দ্র নয়
   ব্রতযামে মন্ত্রের সুরভি-ধোঁয়ায় |
পাশ ফিরে একবার দেখে নিতে পারো
সবকিছু থেমে গেলে তর্জনী-শাসনে
        আমিই শ্লোগান তাই 

মঞ্চে নয় ,
পদলিপি ক্রমাগত খুঁজে
     মানুষের অগুন্তি ভিড়ে |

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)