পলাশ কুমার পাল - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

পলাশ কুমার পাল

এপিঠ ওপিঠ





রঙ-চটা চুন-খসা দেয়ালে
পিঠ এলিয়ে
যে বৃদ্ধ চশমার আড়ালেও দেখে
আকাশের বুকচিরে রকেট চলে যায়
ঔদ্ধত্যের পথ করে।
সিকি-আধুলির পিছনে চোখ
পুরাতন হয়ে পরে।
নাতির হাতে লজেন্স
আর
অচল সিকি পয়সার মাঝের দূরত্ব;
সব হিসাব হারিয়েছে এক বৃত্তাকার শূন্যে-
একটা ফুটো বয়েজ লজেন্স
অথবা পূজার হাটে
মেকি বন্দুকে ভরা টোটায়
শ্যাওলা ধরা সিকি পয়সার মহত্‍ আনন্দ
শুকিয়ে গেছে।
২)
প্রলম্বে পল্লব ঝরে গেছে
চৈত্রের কালবৈশাখীতে,
আস্তে আস্তে অস্তমিত সেই হারানো বয়স
ডাইনোসরের মতো,
প্রয়োজন-বৃত্তির দুর্ঘটনায়।
বিবর্তনের যোগ্যতম প্রাণী
মূল্যবোধ,
মূল্যের বর্ধিত ঘাড়ে চেপে বিবর্তিত সেও-
ফ্যাকাসে রঙে রঙ চড়িয়ে সজ্জা করে
মুখোশ পরে,
অনেকটা কেয়ূর সহবতে ফ্যাশান শো।
৩)
একান্নবর্তী পরিবারে আজ ঘুণপোকা,
বিষাক্ত কামড়ে নীল হয়ে যায়
প্রত্যেক চোখে
আর সম্পর্কে
ভাগ হয়ে যায় বৃদ্ধ;
পালা করে ঋতুচক্রের বৃত্তে।
বুকের মাঝে পেরেক পুঁতে
তবু নববর্ষের আস্তানা গড়া-
'নাতির হাসি, অতীতের সন্তানেরে ভালোবেসে'।
৪)
সিকি-আধুলির ওপিঠে
কর্পোরেট বাস্তুতন্ত্রে বিবর্তিত মানুষ
মূল্যের যোগ-বিয়োগে;
চুম্বনে সিগারেট ধোঁয়া হয়ে যায়-
এপিঠে নাচার প্রমাই,
নোনাধরা দেয়ালের মতো
জৈবিক চাহিদা;
শিরয় শিরায় স্মৃতির ক্লোরোফিলে
সালোকসংশ্লেষ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র