নীলাব্জ চক্রবর্ত্তী

মায়াজম
1

নো স্মোকিং





স্রেফ আঙুলটুকুর জন্য
ওভাবে সকাল হোলো
যেন বরফের মধ্যে ফুটে উঠবে
একটা অসমাপ্ত বাথটাবের
       স্বপ্নদৃশ্য
               ভেঙ্গে ফেলার জন্য
একটাই সাদাকালো হাত না হাতুড়ী
কার্নিশে যে ভুল করে ভেঙে ফেললো
ভিজিয়ে রাখা অক্ষর

রেট্রোর নরম ভেতরে যে চলাচল
যেভাবে স্নান ফেরত মেয়েরা
পালক বদল করছে........

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন