বিপ্লব গঙ্গোপাধ্যায় - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

বিপ্লব গঙ্গোপাধ্যায়

স্বপ্ন উড়ান

আকাশে ছুঁড়ে দিচ্ছ কেন?
চার বছরের শিশু ... বাতাসে সাঁতার কাটতে শেখেনি
এখন ও
ওকে মাটিতে খেলতে দাও
ওর পায়ে লেগে থাকুক কচি ঘাসের ইশারা
আর বাউন্ডুলে ধুলো

খেলার মাঠ পেরিয়ে গাছের গোলাপি ডানা
একদিন নিজেই চিনে নেবে

আকাশে ছুঁড়ে দিচ্ছ কেন ?
স্বপ্নের আকাশে আরও বেশি ভয়
দম আটকে যায়

কাদামাখা হাত কল্পনার মানচিত্র আঁকে নির্ভীক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র