শূদ্রক উপাধ্যায়

মায়াজম
0
এই ডিসেম্বর
একটা সাদা পালক।কুয়াশায় হারিয়ে যাওয়া জোনাকি। ঘুমহীন  বহুরূপী  আকাশ।

একা ডিসেম্বর আর বিস্ময়...
পরে থাকে আরও এক সন্ধ্যা !
সীমান্তে বয়ে চলে মরুস্রোত।শূন্যতে দেখা কান্না। মেঘ আর ভায়োলিন।
নিঃসঙ্গ।

ঝুল বারান্দায় ঝুলে থাকা
তোমার চশমার গোলাটে কাঁচ...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)