পিন্টু রহমান - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

পিন্টু রহমান

চন্দ্রপ্রতিমা 




পাথরগুলোও ডুবে যায় গভীর মগ্নতায়;
হয়তো আমারই মতো
পৌষের হিমছড়ানো কোনো  কিশোরী সন্ধ্যায়
চিত্রল জোছনায়
ছাতিম শাখা আরো শোভাময়
দৃষ্টির প্রখরতা নৃত্য করে পাতায়-পাতায়।

আহা,
গাছটি আজো ঠাঁই দাঁড়িয়ে:
যেমন ছিল রূপকথার সাথে প্রথম অভিসারে স্বপ্নবোনার কালে
রূপকথা নেই;
অথচ সমুখেই ঘুমিয়ে রয়েছে নিরন্ন মানুষের ঝাঁক
টানা হুঁইসেল বাজিয়ে  চলে যায় রাতের শেষ ট্রেন
নিভে যায় সিগন্যাল বাতি,
ঘুমিয়ে পড়ে পৃথিবীর সব কোলাহল
ঘুমাতে পারিনা কেবল এই আমি- গভীর মগ্নতায়......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র