রুমা পণ্ডিত - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

রুমা পণ্ডিত

স্পর্ধা



বুকের বোতাম খুলে রেখো না যুবক
মিথ্যে স্পর্ধা মনে হয়,
তোমাকে মানায় না,
তোমার বুক পকেটের ভাঁজে ভাঁজে
ছিঁড়ে গেছে পুরনো অভিমান,
নতুনরা আঁচড় কাটতে পারেনি আজও।
দিনের শেষে নদীর কাছে
যে কান্না রেখে এসেছিলে
তা মিহি বালি হয়ে
তোমার শক্ত পাঁজরের নিচে
মরুভূমি বানান লিখছে
তোমার অজান্তেই।

বিশ্বাস করেছিলে যে নক্ষত্রদের
চুপিচুপি বলেছিলে তোমার স্বপ্নের কথা
অন্ধকারে তারা আকাশের মানচিত্র বদলে দেয়
তুমি জানতে পারো না।
বেহিসাবি রাত খরচ করে
নোনা ধরা সিলিঙে যখন মেঘ আঁকো
সেই মেঘ ছিঁড়েখুঁড়ে খোঁজো কবিতার অক্ষর
তখন কিছু টাটকা কালশিটে
দরজা খুলে ঢুকে পড়ে তোমার হৃৎপিন্ডে
তোমার অজান্তেই।
এর পরেও তোমার চোখ নির্লিপ্ত
তোমার আয়েশি সুখটান, অভ্যাসী ঠোঁট ছুঁয়ে
ধোঁয়ার বৃত্ত আঁকে,
মুহূর্ত কয়েক থমকায় জীবন
তোমার চরম স্পর্ধায়!!

৩টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র