জয়তী অধিকারী - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

জয়তী অধিকারী

শান্তিপূর্ণ সহাবস্থান~






আগুনরঙা শাড়ীর আঁচল ছাই
পুড়তে পুড়তে নেমেছে বুকের কাছে,
এখনো অনেক কিছুই অক্ষত, যা
পুড়তে বাকী আছে।

হাড়সাজানো ক্যানভাসের বুকে
ছিটিয়ে পড়া রক্তের দাগ ম্লান,
ঘষতে ঘষতে ছিঁড়ে যায় নির্মোক
নিঝুম রাতের কাছে।

চার দেওয়ালের অতন্দ্র পাহারায়
সিলিং বেয়ে নেমে আসা আলো
আর ফ্যানের ব্লেডে মরচে পড়া হাওয়া
শান্তিপূর্ণ সহাবস্থানে বাঁচে।

নমনীয়তার চরম সীমায় বসে
ঝলসে দেওয়া ঘৃণার ফুলঝুরি
শুকনো ঠোঁটে লালপিঁপড়ের বাস
ছড়িয়ে থাকে আনাচে কানাচে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র