চন্দ্রশেখর ভট্টাচার্য - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

চন্দ্রশেখর ভট্টাচার্য

একতারা


তালগাছ এক পায়ে দাঁড়িয়ে...
মাথা উঁচু করে নিজেও দাঁড়াই
চোখ চলে যায় দীঘির জলে
মাছের দেখা পেতে চুপ করে
এক পায়ে দাঁড়িয়েছে ধার্মিক বক

ঘন অন্ধকার ভেদ করে ধকধক
জ্বলছে আর নিভছে একটা জোনাকি
আকাশে মেঘ-বালিকা সমাবেশ ভেঙে
‘টুকি’ বলে উঁকি দিচ্ছে একটি তারা

নির্জনে বাজে একটি অচিন সুর
সুরের খেলা কোন একলা গলায়


বিহ্বল বেজে ওঠে বুকের একতারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র