অভি মৈত্র

মায়াজম
3
টুকরো কিছু 


পাখিরা মানেনা ওড়ার বয়স
তেমনি ছেলেদের খেলা
আজ পালাচ্ছে খেনলাওয়ালা
একদিন যে পুতুল চাইছিলো

মনখারাপের স্টেশনে একলা রয়েছে চুম্বন
সবাই বলেছে `আজ লিপস্টিকের খুব দাম`
আকাশ রাঙিয়েছে কিছু বেলুন
শুধু ভাও পাচ্ছে বেলুনওয়ালা

সত্যি থেকে মিথ্যে
বাসি হচ্ছে গল্প
হাতে তিনটি শিশি
সবাই গুলে রেখেছিলো বসন্ত

সম্মোহন পেরিয়ে গেছে ঠিকানা
কেউ রেখেছিলো রজনীগন্ধা 
সমস্বরে পুড়ছিলো ধূপদানী....
মোমবাতি উদাসীন, জ্বলছে আজ একা ।

একটি মন্তব্য পোস্ট করুন

3মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন