অরুণ সেনগুপ্ত - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

অরুণ সেনগুপ্ত

টুকরো কাগজ 
গা ঝারা দিয়ে থাকা পরপর সেতু আঁকাবাঁকা পথ ও পরিক্রমা
ভিতর বাহির নেই কমা বা সেমিকোলন
ছেদ এলে পরিশেষে সহস্র গা ঘেঁসে জল ছুঁয়ে ধুয়ে
ধোয়া তুলসী পাতা ।

উপরের লেখাটি কবিতা নয়
নিচেরটা কবিতা

উদরে অন্ন চায়
যেমন রাতজেগে একবার চুমুক চা 'য়
ভিখারিনীর কোল আলো করে দেবদূত যে
তার কোনো ভূত নেই
এনেছে সে যার প্রমাণ-কিন্তু
লম্বা হয়ে আছে সন্দেহের চোখ ও চাউনি
পকেট ভর্তি ঘাম নিয়ে
দাম না পেয়ে আত্মহনন
এইসব টুকরো কাগজ --
লেখা হয় ।

কবিতা হয়না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র