অনির্বাণ বটব্যাল - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

অনির্বাণ বটব্যাল

রক , বাজ হও ... 
রক সত্যিই খুব বাজে ।
প্রত্যেকের ভিতরে ভিতরে চুপিচুপি শব্দদূষন

বাকী জীবন রক হী...রক, কোনো জয়ন্তী বা বর্ষ নেই
উদযাপনের প্রতিদিন , রতিদিন
অক্ষত গভীর ছুঁয়ে দেয় গভীরতর ক্ষত
পরিযায়ী পাখির মত প্রয়োজনে এ্যাম্বুলেন্স উড়িয়ে আনে
দু-কলি সন্ধ্যা এবং সন্ধি মেখে , সে কি বয়সের নাকি ঊরুর কারুকাজ ?
বিজ্ঞাপন গিলে আকণ্ঠ সমাজ
রকবাজ ... রকবাজ ... বলে গুজবের বুদবুদে
ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছ নাম

নামতে নামতে নামাজ ও নামগান ছুঁড়ে ফেলে
ছোঁ খুঁজে নেমে এলে বাজ হয় ... চকমকি গতি
বিদ্যুতের ডানায় পুড়ে যায় ক্ষেতের ফসল
তবু রক অসফল সম্পূরক ভ্রুকুটির ১৮০ ডিগ্রী ভিড়ে


রক্‌ তো বয়সের উঠোন । অথচ এইসব বেহিসেবী ঘিরে –
রক্ত বয়স মানে না নিজেই ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র