ইমেল নাঈম

মায়াজম
0

অতীত প্রেম 




রাস্তার মোড়! দুরন্ত এক কৈশোর। ডেকে চলে অবাক দুপুর। ঠোঁট পোড়ে সিগারেট। পুড়তে থাকে সময়। হারিয়ে যায় নির্বাক ক্ষণ। হাসতে থাকে অবাক চোখ। ভয় পেয়ে পালিয়ে যাই, লুকিয়ে ফেলি লাজুক মুখ।

কথার পিঠে কথা জমে, ডায়রির পাতায় লিখে চলা সে নাম। জমে নিরাকার অভিমান। জমে তরল শক্তি। কানে আসে পাড়াতো দাদাদের অনবরত থ্রেট। কোথায় দেখলে জানি পা ভেঙে দেয়ার হুমকি।

একদিন রেখেছিলাম হাত, পুড়েছিলো মন। আহত পাখির ডানায় দেখেছিলাম স্বপ্ন। চড়ুই বেঁধেছিলো বাসা আমার কার্নিশে। এক হাতে স্বপ্ন বুনে পুড়িয়ে দিয়েছিলাম নিজেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)