দেবাশিস মুখোপাধ্যায় - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

দেবাশিস মুখোপাধ্যায়

রকবাজ বিষয় নয়  
রকবাজ পাখিগুলি শিস দেয়
সেইসব প্রেমিকা গাছ পায় না
বাতাস জেনে যায় এতোটাই উদাসীন 
যে গীটারে সুর উঠছে না
নার্ভের অসুখে কেঁপে যাচ্ছে আঙুল 
যে ছুঁড়ে দিতে পারছে না দলা পাকানো প্রেমপত্র 
মাউথ অরগানে সেইসব সুরের খেলা 
রকগুলি উঠে গেলে অন্য পাহাড়ে
হয়তো বাজে পাতা আর গাছের শরীরে 
এখানে এখন শুধু বাজার বাজার 
গাছ নেই যে বাজবে 
সিনেমাও মাল্টিপ্লেক্সে ঠান্ডা হয়ে গেছে          

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র