বিক্রম মাইতি - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

বিক্রম মাইতি

একদিন সাংঘাতিক হাসবো








আবছায়া স্রোত অলক্ষ্যে ফুরোচ্ছে, উদ্ভিদ
হচ্ছো তোমরাও যারা আগুন বেগে আছো।
#
বন্ধুহীন বিকেলবেলা হাসলো,অথচ আমি হাসছি
না।
#
কেউ বসে নেই,উদ্দাম জলোচ্ছ্বাসের মতো তুমি
দেখছো,আমিও,বিভিন্ন চেহারায় মত বদলাচ্ছে
একাধিক প্রেক্ষাপটে।
#
রাস্তা কোলাহল মেখে শব্দহীন বাজির মতো
বিবর্ণ হেঁটে যাচ্ছি,অবয়ব আঁকছি ক্লান্ত
অন্ধকারে।
#

একদিন সাংঘাতিক হাসবো...
একদিন সাংঘাতিক হাসবো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র