ইন্দ্রজিৎ মাজী - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

ইন্দ্রজিৎ মাজী

নষ্ট রকের কথা



সূর্য কতটা নষ্ট হলে রকে রোদ ওঠে এই কথা কেউ কি জেনেছিল জীবনের পাটিগণিতে।কত শত অপ্রাপ্তি আর উপেক্ষার ঘুণ পোকা বসন্ত উৎসবে মেতে উঠলে রক সব কলার উঁচু করে প্রাণের স্পর্ধায় সিটি দিতে পারে, সে সমাধান সেট গণিতজ্ঞ জমা দিয়ে যাননি।পান চেবানো হিন্দি গানের সাথে ছাল ছাড়ানো খিস্তি এসবই নষ্টামির ফর্দ ঠিকই কিন্তু সমাজপতিরা বোঝেননি যে এই ফর্দ ঠিক মুদিখানা বা দশকর্মার ফর্দ না, এই ফর্দ এক মুঠো দীর্ঘশ্বাস না পাওয়ার নিদারুণ মোচড়।এই সব নির্লজ্জ রক সুসজ্জিত লজ্জার বস্ত্রহরণ করত যেমন তেমনি অন্যের প্রাণ সংশয়ের ঘোড়দৌড়ে নিজেদের প্রাণ বাজী রাখতে পারে এইসব রকের নষ্ট অধিবাসীরা।প্রমোটারির আস্ফালনে যে কংক্রিটের আস্তাবলে সভ্যতার সভ্য হওয়ার প্রতিযোগিতা চলছে যখন তখন রক সব হেঁটে গ্যাছে ডাইনোসরের পথে, বালিহাঁসের মতই আজ নষ্ট প্রাণের স্পর্ধাও সংখ্যালঘু হয়ে গ্যাছে।রক নেই নেই প্রাণের জন্য প্রাণ বাজি রাখার জন্য রকবাজেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র