সঞ্চারী গোস্বামী - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

সঞ্চারী গোস্বামী

জাতিস্মর  
  
                                 

ওরা ঝরঝর করে ঝরে যাচ্ছে
ওরা ফিসফাস নিয়ে মরে গেলো
আমার হাত থই খুঁজে সরে যাচ্ছে
আমার মুখ চুপ করে একা থাক।
ওরা গর্জন করেছে ভুলভাল
ওরা প্রশ্নই বা কেন করেছিল
আমি চুপচাপ দেখেছি মৃত্যুকে
আমি আড়ালেও দেখেছি সব লাল
ওদের তাড়া দাও ওদের তাড়া দাও
মিছিল বড় হোক আরও বড় হোক
ওদের মৃত্যুই আমাকে বলে গেল
কেবল মৃতই নয়, ওরাও জাতিস্মর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র