অশোক চক্রবর্তী - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

অশোক চক্রবর্তী

 

সহযাত্রী






পাথুরে রাস্তায় তারা হাঁটছিল। স্তব্ধতা উঠে আসছিল তাদের পায়ের শব্দ থেকে।
সারা শহর জনমানবহীন। অথচ সে টের পাচ্ছিল
চারিদিকে হাজার হাজার চোখজোড়া তাদের দিকে তাকিয়ে আছে।
অন্ধকারে আকাশছোঁয়া বাড়িগুলিকে মনে হল জমে যাওয়া বাস্তব স্বপ্ন।
এই মৌন উচ্চতার কাছে তার নিজেকে অকিঞ্চিৎকর মনে হল।
তারা শহরকেন্দ্রে এল , রাতের রহস্য মাড়িয়ে।
কাউকে দেখা যায় না , কিন্তু শোনা যায় অদৃশ্য পায়ের শব্দ।
আর বাতাসে উড়ে বেড়াতে লাগল শব্দহীন সুরহীন গান।
মার্বেলের তৈরী এক মহান নেতার মূর্তি মনে পড়িয়ে দিল ,
একদা তিনি নতুন সমাজ গড়ার ফতোয়া দিয়েছিলেন।
অজস্র ঘোড়া আর অদ্ভুতদর্শন সামুদ্রিক প্রাণীদের খোদাই করা মূর্তি,
বিস্ফারিত চোখে তাকিয়ে রইল তাদের দিকে।
নেতার পাদদেশে নতুন যুগের প্রতিশ্রুতি আনতে চাওয়া লেখাগুলির
ভাষা ছিল বিজাতীয়, এখন আদৌ কেউ বলতে জানে না।
তার মনে এল, তাহলে সে এই ফতোয়া বুঝতে পারল কি করে, ভাষা না জেনেই !
তার চেতনায় ধরা পড়ল, সে তার সহযাত্রীর কাছ থেকে এইসব গূঢ় অর্থ বুঝে গিয়েছে,
ভাষার কোন প্রয়োজন ছিল না।
চারিদিকে বাজার, দোকানপাট, পাথরের তৈরী প্রাসাদ- সবাই একসঙ্গে স্বপ্ন দেখছে।
সে সব স্বপ্নের ঠিক ঠিক মানে বুঝতে পারছিল না।
কিন্তু অনুভব করতে পারছিল একদিন পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র