শ্যামনীল

মায়াজম
0
রূপকথা









রূপকথার মতন এইখানে ঠিক
তুমি ঢেলে গেছ ঢের জ্যোৎস্না মাখা রাত
পড়ে আছে সুখ তার মলিন হৃদয়
অবিচল পড়ে থাকে; সব ফিরে আসে
হৃদয় যেমন করে ফেলে যায় স্মৃতি।
অন্তর আকাঙ্ক্ষা যত মুঠো মুঠো শব্দ
এলোচুল স্নিগ্ধতার- আকাশের পর
গাঢ় নীল রূপকথা -আর সব তুমি
বাকি থেকে যায় যত মেঘেদের গান।
পথ ভুল করে ফেলে সৃষ্টির ঠিকানা
সন্দিহান হয়ে পড়ে জোনাকির আলো
ভালবাসা পেতে পেতে প্রয়োজনহীন -

মৃত্যুগামী পথ আর জল ছবি সব।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)