অনিমেষ সিংহ - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

অনিমেষ সিংহ

যখন রাত জেগে চিন্তার পরমাণু খেলা করে তখন আমি সুবর্ণরেখা
চাদরে পেতে রাখি







মৃত্যুকে বলেছি- যাও !
অথচ জীবনের সাথে কোনো কথা হয়নি আমার।
এ নিয়ে কতোটা রচিত হবে পারাবার !
কতোটা ঈশ্বরের দুপা তুলে দেখব
তুলসীর স্তন !
দুধের ফোঁটায়
একখন্ড পৃথিবী ঝুলে আছে

মহানুভব ঠেলাগাড়ি

যাও

লাশঘর বন্ধ এখন !

আমি মৃত্যুকে বলেছি টা টা
অথচ জীবনের সাথে দেখা হয়নি আমার

ওহে কেতাবী ইতিহাস
সংকর পৃথিবীতে ফুটেনা ফুল
সারি সারি গাছে ফল ধরে আছে

জানালা থেকে হাত বাড়াই
ঈশ্বর আমার সাথে ফাতনা আর কাঁটা নিয়ে খেলা করে

দরজা থেকে হাত বাড়াই-
মাথা চলে যায় ছায়াপথে ধড়খানা ছাগলে মুড়ায়

তবু মৃত্যুকে বলি টা টা
জীবনের কথা লেখা থাকে ভ্রমরের গায়


যদিও এ সবকে পাশ কাটিয়ে একদিন শ্রাবণ মাস আসে

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র