প্রবাল মুখোপাধ্যায়

মায়াজম
0
                                                                             
প্রেম ... অতঃপর










বহুজন্ম ধরে মন্বন্তর চিনি
এ জন্মে তাই
তোমার কাছে ঋণী
অনাদিকাল বিরহে বেঁধেছি ঘর
এ জন্মে তাই তোমার সঙ্গে
প্রেম অতঃপর
কতো জন্মে তো ছিলই না
ঠিকানা
এ জন্মে তাই
তোমার বুকেই খুঁজেছি আস্তানা
জন্ম থেকে জন্ম শুধু
কতো রকম ভয়
এ জন্মে তাই
তুমিই আমার খাদ্য ও আশ্রয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)