মলয় প্রামাণিক - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

মলয় প্রামাণিক









       অ-সুখ



হাওয়ারা মেলেছে দুর্বোধ্য শিকড়
পাখির ঠোঁটে অস্তগামী সূর্য
একটু করে টেনে নিচ্ছে
রাতের নিকোটিন।

আশ্বাসের জানালা দিয়ে সূর্য উঠছে_
কিন্তু কারা যেন সেই সূর্যকে
নিয়ত খুন করে চলেছে,
প্রতিদিন খুন হচ্ছে আলো!

মাটি ভেদ করে উঠছে অ-সুখ
মজ্জায় জমছে অন্ধকার- মেদ,
আত্মঘাতী জোছনায় পুষ্ট হতে হতে
চাঁদের ঠিকানা খুঁজছে কুয়াশারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র