সুকৃতি শিকদার - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

সুকৃতি শিকদার




অসুখ






দাদারা বলেছিল, যদি আলাদাই হতে হয়
তাড়াতাড়ি হয়ে যাওয়া ভাল;
বেশিদিন গড়াগড়ি হলে
বিচ্ছেদেও লেগে যায় দাগ।

দেখি দাগ কতটা গভীর? চলো...
আলমারি খোলো, কোথায় কাগজপত্রে আছে গিঁট
সেও খোলো, আর কিছু
টাকা দিতে হবে, এই প্রায়
হাজার দুই, তিন, চার...
যতো দেবে ততো ভাল, বন্ধুদের নিয়ে
বসি না অনেকদিন হল,
ধোঁকা খাওয়া প্রেমিকের মতো
শুনশান কাঁচের গ্লাস বটতলায়,
যেন পড়া পারেনি সে আজ
যেন আজ তোমায় আমায় মিলে
বোঝাপড়া হয়ে যাক সব,জরুরী কথাও...

বেশিদিন পেটে থাকলে
কথাও বাচ্চার মতো, বড় হয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র