অঞ্জন বর্মন

মায়াজম
0

ভুডু মুখোশ... 







আমার সামনে রাখা কাঁচের দেরাজে
সারি সারি ক্রিস্টাল ফলক
ডায়োড আলো মেখে স্বপ্নাতুর দ্যুতি
সাফল্যের দৃষ্টিসুখ স্মৃতিমুখরতা
তার নীচে ওড়িশি শিল্পের সম্মোহনী রেখা
পাশে রবি বর্মার অপূর্ব চিত্রশিল্প
সভ্যতাময়...



একধাপ নীচে নতজানু জাপানী রমনী
অদ্ভুত বেদনাভরা চাউনি মেলে বুদ্ধময়তায়...
কয়েক মুহূর্ত থামে
শুকনো ফুল ভরা বেগুনী খামে
মাঝখানে স্যুইস ঘড়ির সদর্প
টিক টিক টিক...

আমার সামনে রাখা কাঁচের দেরাজ
অলস দুপুর মেখে নিদ্রাহীনতায়...

সহসা সহাস্য মুখের শিশুটি যেন
ফ্রোজেন বিট হয়ে স্থির ভীরু চোখে
এককোণে দেখে নেয় সাদা ও কালোয়
ভুডু মুখোশ...
কে কবে দিয়েছিল হিসেব কে রাখে?
দ্রিম দ্রিম বেজে ওঠে উল্লাসতাড়না
ছ্যাঁত করে নিয়ে আসে গহীন অরণ্য
ফ্ল্যাশব্যাকে পোড়ামাংস নারীউন্মাদনা...

ঘোর ভেঙ্গে জেগে ওঠে এলইডি টিভি
জুমাঞ্জীর থেকে কংক্রিট জঙ্গলে
আজ এই শহরের রক্তমাখা মুখ
আস্তিনের আড়ালে কালো জাদু ঢেকে
একে একে পরে নেয়
ভুডু মুখোশ...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)