শুভাশিস সিংহরায়

মায়াজম
0

পুতুল    






আশেপাশে অনেক পুতুল
রোজই দেখি..চোখের দোষ
পথের বাঁকে.... জনসভায়
অদ্ভুত সব মুখ আর মুখোশ

কিছু পুতুল বহুরূপী
কিছু পুতুল রাফ এন্ড টাফ
কিছু পুতুল মানুষজনকে
ভাবতে শেখায় বিষাক্ত সাপ

রাণী পুতুল অসৎ তবু
প্রতীক হয়ে দীপ্তমান
পুতুল কবি আলোর বৃত্তে
জার্সি খুলে ডিগবাজী খান

মানুষের চেয়ে পুতুল ভালো
সে তোমরা যে যাই বোলো
যখন যেমন চাইবে তখন
সুতর টানে নাচবে ভালো


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)