প্রণব বসুরায় - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

প্রণব বসুরায়

 

আড়াল 






একটা দৃশ্য থেকে ফিরে
সাজঘরে সাফাই কর্মটি সেরে নিতে হয়--
এটাই প্রথাসিদ্ধ বাধ্যতা।
তাও কেউ কেউ চলে যায় অন্য কামরায়
সাজঘরে ফেরে না কখনও...

আজকাল মেঘ দেখে ভয় বা উল্লাস
কিছুই হয় না--মোমের চাদরে ঢাকা থাকি,
জাল ছেঁড়া সংবাদ পাই কিছু, যথা
সে গিয়েছে কিন্নরপুরীতে,
আমিষ ভোজ পছন্দ-তালিকার প্রথম সারিতে...
তাও কেন তুলোট কাগজে লেখা নাম
রেখে দেয় আপন গোপনে !

মুখ ও মুখোশ মিশে যায় এক জলস্রোতে

এভাবেই থেকে যাওয়া আড়াল আড়ালে

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র