সাঈদা মিমি - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

সাঈদা মিমি


সত্যের মুখ  








সত্যের অনেকগুলি মুখ থাকে,
সম্ভাব্য কিছু মুখোশ--

তুমি বদলাও, আমিও;
আমরা আড়াল করি......

সবসময় দুঃখের বাটোয়ারা
অনুচিত, সুখের ঝাঁপিতে একটা
চুমু দেয়া যাক,
গর্তের সাপ বাইরে যেন না আসে!



মুখোশেরা


আমাদের আয়ু মরে যায়, ক্লান্তি বেঁচে থাকে ।
কি জ্ঞান দিয়েছো প্রভু? এই দিনক্ষণ?
মরে গেছি? স্পন্দন থেমে থেমে
আসে, বুঝতে পারি না! কখনও পারিনি, বাতিল
মুখোশেরা অস্ত্র চালাতে শেখেনি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র