প্রীতম ভট্টাচার্য - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

প্রীতম ভট্টাচার্য

                                                        কোলাজ    





  
 
১- 

 
মানচিত্রের পিঠে কাগজ লাগিয়ে
ভূগোল পাহারা দিচ্ছি
পিতা পিতামহ আমি আমার সন্ততি
বিপদ তো কম নয়
ধুলোবালি অবহেলা পতঙ্গ নানাবিধ।



ধর্ম কি কোন ঘরে থাকে
কত উঁচু কি রঙের ঘরে
কোন ঘরে থাকে কি রঙের লোক
ইত্যাদি জটিল গবেষণায় নিরলস
ব্যাস্ত রয়েছেন নমস্য পণ্ডিত
অথচ সমস্ত ঘরই ছায়া দেয়
ঠাণ্ডা দেয় মানুষকে জেনেছি বিজ্ঞানে।



মানুষ মরণশীল এ বিজ্ঞানকে
চ্যালেঞ্জ জানিয়ে জনসমুদ্র ভাসায় ব্রিগেড।



কোথাও কোনোদিন যেতে হবে
না জেনেও কেউ কেউ
দুরদর্শনের আগামী চব্বিশ ঘণ্টার
আবহাওয়ার পূর্বাভাষ
শখ করে জেনে নেয় নিয়মিত।



হাঁটতে হাঁটতে যে লোকটা
হঠাৎ আকাশের দিকে হাত তুলল
কমপক্ষে একথা বলা যায়
তার জড়তা ভেঙেছে
দু চারটে রবিঠাকুর
তার মুখস্থ রয়েছে নিশ্চয়।



এখনও এদেশে
সুলভে কিছু ডাক্তার এবং বাউল
পাওয়া যায় বলে
রঙিন বাজী রাখি স্বপ্নের। —

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র