বারীন ঘোষাল - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

বারীন ঘোষাল

                    

                      ডেরিভেটিভ



                                                              
পাহাড়ে কাহার মন      রমণ
হিমে       হুঙ্কারে      নাজুকানায়
বরফে ব’সে মদ খেয়েছে মনে         রমতা যোগী
এসব দেখে প্রবন্ধে কে বন্ধ

দীর্ঘ বালিকাবেলা         বাল মেঘ        বিউটি পার্লার
প্ল্যানমেলানো ড্রইং শিট 
            এলিভেশন  
শব্দগুলোর শব্দ        তারই ডেরিভেটিভ
মাই ফুটে উঠছে
চারপাশে চোখ

ফুল ফোটার শব্দ ফুলেরা শোনে না
অংক বয়ে যায় নৌভারে

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র