প্রবীর রায় - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

প্রবীর রায়

                                                        জন্মদিন                     
         


জন্মদিন 

ডিঙিয়ে যাওয়ায় তোমার উৎসাহ  পার হওয়ার গান বাজে                               চারিপাশে পর্বতপ্রমাণ সব  অনায়াসে পা তুলে দিলে ঢেউয়ে                                আর এক ঢেউএর কাছে যেতে যেতে কত হাসি হাওয়ার রেখায়                                     আমিও ভাসতে ভাসতে বয়েস বাড়িয়ে নিলাম 

আলোচনা
রংবেরং আর মস্করা খুঁড়তে খুঁড়তে ফলক বেরিয়ে এলো তাতে লেখা আছে কতদূর যেতে হবে           কতদূর আরও প্রকৃতিযাপন হলে বৃক্ষজন্ম পাবো  মুক্তি ঘটবে আমাদের     
                              এইসব  সেইসব 
কামনা বাসনা

স্মারক আর মানপত্র   পাশে ভাঁজ করা উত্তরীয়  রেখে দিয়েছে আলমারী                         কাঁচের প্রদর্শনকাম উজার করে দিতে চাইছে ভিতরের সাজগোজ                                      এইভাবে কাঁচকেই দায়ী করা হল  যেন একটা আলগা চলায় কেউ পুস্পস্তবক রেখে গিয়েছিল                  লোকটি ঘর নিজেই গুভিয়ে রাখে   ধুলো মুছে মুখে আনে শ্রাবণসঙ্গীত   

কম্পন 

কী এমন হয়েছে যে সুপ্ত জেগে উঠল   উৎপাত শুরু হয়ে সীমা ছাড়াচ্ছে                           গোঁ গোঁ শব্দের মধ্যে দুলে উঠছে সম্পর্কগুলি                                                শেষের দিনগুলি ভয়ঙ্কর হবে   কালো দিয়ে অন্ধকারে লেখা ছিল                                   এলোমেলো কোলাহলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শোভোনতা                                     যেসব রেখায় মুখেদের হাসিমুখ তারাও কান্নাঘন

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র