দর্শনা বোস - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

দর্শনা বোস

                                                             কিছু কবিতা 

০১

তোমার কোলে তখন সবে এক বিঘের এক নদী,
ডোবার ছলে মরণ খুঁজি সইতে পারি যদি।
সইয়ে নিলাম আগুনযাপন হাঁড়িকাঠের গান,
সেই নদীটির গায়ে আজো  একশো গোলাপ ঘ্রাণ।

০২

সম্পর্কের ক্ষয়ে আসা আলো ও কি
উৎসুক অলিন্দের জাফরি খুঁজে বেড়ায়-
আনত  মুখের বেহিসাবি রেখায়
কনে-দেখা আভা ছুঁড়ে দিয়ে
চকিতে লুকোয় আনাচে কানাচে।
সীমাহীন নীল দ্বন্দ্বেরাও
খুঁজে নেয় নিবিড় আলিঙ্গন-
বাকি পড়ে থাকে ঝিলমিলে মুগ্ধতা,
শরীরের অবুঝ সীমায়।


০৩


জানি তুমি হবেই আগুন খোড়ো ঘাসের বুকে,
তবু এ নয় ফাগুনের গুণ,বলছে ঝোড়ো সুখে।
মেঘলা মনে আলোর ছটা,হিসেব এলোমেলো


০৪

তবুও তো তোর চানঘরে আজ গান।
গা থেকে ঠিকরে পড়া জলে
ঝিকিয়ে ওঠে পতনকামী উচ্ছ্বাস।
ঐ গালের সবটুকু ক্ষতদাগ
মুছে গিয়ে জেগে রয়েছে শুধু
ছাতিমফুলের নির্ভীক সুঘ্রাণ।
আর  তোর ঐ নির্ভার নগ্নতাটুকু
শুষে নিতে নিতে গাঢ় হতে থাকে
নিবিড় ইমন আলাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র