শাশ্বতী সান্যাল - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

শাশ্বতী সান্যাল

                                                 উপকথা 



১।

জল থেকে উঠে আসে কাঠুরিয়া তোর
ভালবাসা , যেন কুঠারের বিষ ধার ।
চোখের গভীর নুনে জাড়িয়েছে কারা
আজন্ম এই আলুনির সংসার ?

কতদিন হল জ্বর নিয়ে শুয়ে আছে
প্রবণতা, তার দুহাতে ধাতুর ক্ষয়
প্রশ্নের মুখে থমকে রয়েছে আয়ু
যাকে বেছে নিবি, সেই তোর পরিচয়...

২।
 
যে পাথর বারেবারে তুলেছি পাহাড়ে , তারপরও
হাত থেকে পড়ে গেছে শিলাময় সেই পিছুটান
এবারে উৎসব শুরু। নরমেধ। শকুনের ঠোঁট এ
আমার কলজে থেকে ছিঁড়ে খাবে সব সামগান।

শীতল পাঁজরে আজও আগুন চুরির মহাপাপ
লেগে আছে। ঈশ্বর, ভালবেসে দাও অভিশাপ।


৩।

আমি তো শিখিনি মৃত্যু,তবে কেন হীন অপব্যয়ে
কিরাত ধরেছে তার শব্দভেদী গাঢ় হেমলক
ঈশ্বরী তোমার জন্য অসময়ে কোমলগান্ধারে
প্রেম নিয়ে এসেছিল যন্ত্রণার দু-এক পলক।

সেই ঋণ ছুঁয়ে দেব, অপেক্ষা আরো কিছুক্ষন
প্রেম মানে এ মুহূর্তে চুমু নয়, গাঢ় দংশন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র